মুনাফা হ্রাস হওয়ায় বোনাস বাতিল লয়েডস ব্যাংকের

মুনাফা হ্রাস হওয়ায় বোনাস বাতিল লয়েডস ব্যাংকের
করোনাভাইরাস মহামারীতে মুনাফায় ধসের কারণে চলতি বছর কর্মীদের বোনাস না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে লয়েডস ব্যাংকিং গ্রুপ। বৃহস্পতিবার কর্মীদের কাছে পাঠানো লয়েডসের সম্পত্তি পরিচালক ম্যাট সিনোট জনিয়েছেন, গ্রুপ পারফরম্যান্স শেয়ার পুরস্কার প্রদানের জন্য ব্যাংক ন্যূনতম মুনাফার সীমা পূরণ করবে না।

গত বছর এই ব্রিটিশ আর্থিক পরিষেবা সংস্থার কর্মীদের দেয়া বোনাসের পরিমাণ ছিল ৩১ কোটি পাউন্ড এবং ২০১৮ সালে এটির পরিমাণ ছিল ৪৬ কোটি ৫০ লাখ পাউন্ড।

সিনোট কর্মীদের বলেছেন, ভ্যাকসিন প্রয়োগ নিয়ে সুসংবাদ থাকা সত্ত্বেও এ খাতের অন্যান্য ব্যাংকের মতো আমাদের ব্যবসায়িক কর্মক্ষমতা চ্যালেঞ্জপূর্ণ হতে চলেছে। যদিও আমরা মুনাফায় ফিরে এসেছি, তবে আমরা যেটা প্রত্যাশা করছিলাম, সেটা অর্জন করতে পারিনি। এছাড়া আমরা নিজের ও শেয়ারহোল্ডারদের যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা থেকে দূরে রয়েছি। মেমোতে জানানো হয়েছে, বাতিল হওয়া বোনাসের পরিবর্তে আগামী বছর লয়েডস কর্মীদের সহায়তা করার জন্য ‘স্বীকৃত শেয়ার’ দেয়ার কথা বিবেচনা করবে।

সিনোট বলেন, বোনাস না দেয়া খুব ভালো সিদ্ধান্ত নয়। তবে আপনাকে পরিস্থিতিও বুঝতে হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া