সমঝোতা স্মারক অনুষ্ঠানে বিইউবিটির উপাচার্য প্রফেসর ড. ফৈয়াজ খান,এবং রবি আজিয়াটা লিমিটেডের চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার মো. আদিল হোসেন নোবেল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্মারকে সই করেন।
এছাড়া বিইউবিটির উপ-উপাচার্য প্রফেসর ড. মো. আলী নূর,বিইউবিটির অ্যাডভাইজার প্রফেসর মো. আবু সালেহ , ফ্যাকাল্টি অব আর্টস এন্ড হিউম্যানিটিজরপ্রফেসর ডিন সৈয়দ আনোয়ারুল হক,ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং এন্ড অ্যাপ্লায়েড সায়েন্সেসর ডিন প্রফেসর ড. মো. আলী আহমেদ, , ,বিইউবিটির রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদ, লিড ম্যানেজার সুমন কুমার বিশ্বাস, লিড ম্যানেজার, ম্যানেজার মোহাম্মদ শরীফুল ইসলাম,রবি আজিয়াটা লিমিটেডর করপোরেট একাউন্ট, ম্যানেজার নাজমুস শাহাদাত মুনিয়া এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাগণ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সমঝোতা স্মারকে বিইউবিটি’র শিক্ষার্থীদের অনলাইন ক্লাস এবং পরীক্ষার জন্য স্বল্প মূল্যের উচ্চ-গতির ইন্টারনেট ডেটা সরবরাহ করাসহ শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় ছিল। প্রযুক্তিগত সহযোগিতায় শিক্ষার্থীদের পাশে থাকায় রবি এবং এর কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ জানান বিইউবিটি’র উপাচার্য ড. ফৈয়াজ খান।