ঢাবিতে হল খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

ঢাবিতে হল খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি
আবাসিক হল খুলে পরীক্ষা নেওয়াসহ কয়েকদফা দাবিতে আন্দোলন শুরু করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আজ বুধবার (২৩ ডিসেম্বর) সকাল থেকে এ আন্দোলন শুরু করেন তারা। এসময় পরীক্ষার সময় স্বাস্থ্যবিধি নিশ্চিত করারও দাবি জানান তারা।

জানা গেছে, সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ’র ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন শুরু করেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। এসময় তারা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম শুরুর আগে আবাসিক খুলে দেওয়ার দাবি জানান।

এদিকে রাজু ভাস্কর্যের পাদদেশেই হল খুলে দেওয়ার দাবিতে এবং স্বাস্থ্যবিধি নিশ্চিত করে পরীক্ষা নেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি পালন শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা। এসময় তারা চারদফা দাবি জানিয়েছেন।

তাদের দাবির মধ্যে রয়েছে, অগ্রাধিকার ভিত্তিতে পরীক্ষার্থীদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মেনে হল খুলে দিতে হবে। এক্ষেত্রে মেডিকেল সেন্টারে করােনা ইউনিট স্থাপন এবং পর্যাপ্ত অক্সিজেনের ব্যবস্থা করতে হবে। বহিরাগত প্রবেশ সীমিত করতে হবে। হলে প্রবেশ ও বাহির হওয়ার ক্ষেত্রে কঠোর চেকিং ও স্বাস্থবিধি অনুসরণ করতে হবে। খাবার বক্সের ভিতরে করে রুমে নিয়ে যাওয়া। প্রতি ফ্যাকাল্টিতে হাত ধায়ার ব্যবস্থা করতে হবে। অসুস্থ শিক্ষার্থীদের পরীক্ষা নেয়ার ব্যাপারে ভিন্ন নীতিমালা প্রণয়নসহ অন্যান্য প্রযোজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

এছড়া দ্বিতীয় দাবি পরীক্ষার পূর্বে শিক্ষার্থীদের অবশ্যই পর্যাপ্ত প্রস্তুতি নেয়ার সুযােগ দিতে হবে। প্রযােজনে মেকাপ ক্লাসের ব্যাবস্থা করতে হবে। তৃতীয় দাবি ডিভাইস সমস্যায় থাকা শিক্ষার্থীদের জন্য ডিভাইসের ব্যাবস্থা করার কথা থাকলেও এটা করা হয়নি। ডিভাইসের ব্যাবস্থা করতে হবে। সর্বশেষ দাবি শিক্ষার্থীদের নেট প্যাকেজ কেনার জন্য ন্যূনতম মাসিক খরচ দিতে হবে। সংগঠনের সভাপতি বিন ইয়ামিন মােল্লা এ দাবির কথা জানান।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে ঢাবির সাবেক শিক্ষার্থীকে গুলি করে হত্যা
এসএসসির আগেই শিক্ষক নিবন্ধনের পরীক্ষা
নিয়োগ দেবে ইসলামী ব্যাংক, ৩৬ বছরেও আবেদনের সুযোগ
প্রাথমিকে বাৎসরিক ছুটি বাড়িয়ে নতুন তালিকা প্রকাশ
এইচএসসি পাসে চাকরি দেবে আগোরা
নতুন শিক্ষাক্রমে শিক্ষা হবে আনন্দময়
আজ ৪৬তম বিসিএসের আবেদনের শেষ সময়
থার্টি ফার্স্ট নাইটে ঢাবিতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা
আইআইএবি’র এজিএমে বোর্ড অব গভর্নরসের ১০ সদস্য নির্বাচিত
বসুন্ধরা গ্রুপে চাকরি, আবেদন শেষ ৫ জানুয়ারি