আজ (২৫ ডিসেম্বর) রাত সোয়া ২টায় রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বাদ জুমা জানাজা শেষে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
জানা গেছে, ডায়াবেটিস ও কিডনি সমস্যাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। তবে হঠাৎ অসুস্থতা বেড়ে যাওয়ায় গতকালই তাকে হাসপাতালে নেওয়া হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যা, নাতি-নাতনি অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বখতিয়ার উদ্দীন চৌধুরী ১৯৪৮ সালের ১৭ আগস্ট চট্টগ্রামের হাটহাজারীতে জন্মগ্রহণ করেন। ছাত্রজীবনে তিনি চট্টগ্রামের বিশিষ্ট আওয়ামী লীগ নেতা জহুর আহমেদ চৌধুরীর সংস্পর্শে এসে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত হন। পরবর্তীতে জাতীয় রাজনীতি, ব্যবসা-বাণিজ্য এবং সর্বশেষ লেখালেখিতে জড়িত হয়ে পড়েন। জাতীয় দৈনিক এবং অনলাইনে তিনি নিয়মিত লেখক ছিলেন।