বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) এ ঘটনা ঘটে। পরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টরের আশ্বাসে অবরোধ স্থগিত করেন তারা।
জানা গেছে, ম্যানেজমেন্ট বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ছাত্র অমিত মাহমুদ রাফি ও ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ছাত্র মো. রবিন দ্রুতযান বাসে ক্যাম্পাসে আসছিলেন। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয়ে হাফ ভাড়া দিতে গেলে সেটি না নিয়ে তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান বাসের হেল্পার। পরে বাসের চালক ও হেল্পার মিলে ওই দুই শিক্ষার্থীকে মারধর করেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. আতিকুর রহমান বলেন, বাস ভাড়া দেয়া নিয়ে হাতাহাতি হয়েছে। পুলিশসহ বাসের হেল্পার এবং ড্রাইভারদের সঙ্গে ভুক্তভোগী শিক্ষার্থীরা বসে বিষয়টা সমাধান করবে।