৩ দিনের রিমান্ডে অবন্তিকা

৩ দিনের রিমান্ডে অবন্তিকা
অর্থপাচারে সহযোগিতা ও অবৈধ সম্পদ অর্জনের মামলায় প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদারের বন্ধবী অবন্তিকা বড়ালকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

আজ বুধবার (১৩ জানুয়ারি) বিকালে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশ এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, পলাতক পিকে হালদারের বান্ধবী অবন্তিকা বড়ালকে আদালতে হাজির করা হয়। আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আজ বুধবার দুপুরে অবৈধ সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ে সহযোগিতার অভিযোগে দুদকের উপ-পরিচালক মো. সালাউদ্দিনের নেতৃত্বে একটি দল রাজধানীর ধানমন্ডি থেকে অবন্তিকাকে গ্রেফতার করে। অবন্তিকা বড়ালকে পিকে হালদারের বিরুদ্ধে ২৭৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

দুদক জানিয়েছে, দু’দফায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হলেও অবন্তিকা বড়াল হাজিরা দেননি। এর আগে ৮ জানুয়ারি পলাতক আসামি প্রশান্ত কুমার হালদারের বিরুদ্ধে রেড নোটিশ জারি করে ইন্টারপোল। বাংলাদেশ পুলিশের জাতীয় কেন্দ্রীয় ব্যুরো-এনসিবি’র আবেদনের ভিত্তিতে এই অ্যালার্ট জারি করা হয়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

থাইল্যান্ডে সিকদার পরিবারের ১৩৩ কোটি টাকার সম্পদ অবরুদ্ধের আদেশ
এস আলমসহ ৩ জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির নির্দেশ
ছাগলকাণ্ডে আলোচিত সাদিক অ্যাগ্রোর ইমরান হত্যা মামলায় গ্রেফতার
দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণ পৃথক করলো সরকার
আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ চলছে
হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন মাহমুদুর রহমান
ইস্টার্ন ব্যাংক চেয়ারম্যানের পরিবারের ১৪৬ হিসাব খতিয়ে দেখবে দুদক
বিচারপতি আক্তারুজ্জামানের পদত্যাগপত্র গ্রহণ
হাবিবুরসহ ৮ জনের বিরুদ্ধে ষষ্ঠ দিনের সাক্ষ্যগ্রহণ আজ
শেখ হাসিনার বিরুদ্ধে ১৪তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ