8194460 বাংলাদেশের অর্থনীতি আরও গতিশীল হবে : অর্থমন্ত্রী - OrthosSongbad Archive

বাংলাদেশের অর্থনীতি আরও গতিশীল হবে : অর্থমন্ত্রী

মহামারি করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর অনুমোদন পাওয়া নতুন দুটিসহ সরকারের দেওয়া মোট প্রণোদনা প্যাকেজের সংখ্যা ২৩টি। যার মোট আর্থিক পরিমাণ এক লাখ ২৪ হাজার ৫৩ কোটি টাকা, যা জিডিপির ৪ দশমিক ৪৪ শতাংশ বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেছেন, আমার বিশ্বাস প্রধানমন্ত্রী যে উদ্দেশে এ দুটি নতুন প্রণোদনা ঘোষণা করেছেন তা অবশ্যই কার্যকর হবে।

রবিবার (১৭ জানুয়ারি) বিভিন্ন গণমাধ্যমে পাঠানো এক লিখিত বক্তব্যে এ মন্তব্য করেন অর্থমন্ত্রী।

অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো মন্ত্রীর লিখিত বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর অনুমোদন পাওয়া নতুন দুটি প্রণোদনার মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠী অত্যন্ত উপকৃত হবে। পাশাপাশি অর্থনীতিতে আরও গতি সঞ্চার হবে।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, করোনাভাইরাসের প্রভাব মোকাবিলায় দেশের কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে গতি সঞ্চার, গ্রামীণ প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং অতিদরিদ্র বয়স্ক ও বিধবাদের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন দুটি প্রণোদনা কর্মসূচি অনুমোদন দিয়েছেন। কর্মসূচি দুটির মোট বরাদ্দ ২ হাজার ৭০০ কোটি টাকা। যার বাস্তবায়ন অবিলম্বে শুরু হবে বলেও জানান তিনি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
তিন দেশ থেকে ২ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার
মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা
দুর্গাপূজার ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি