সৈয়দ ওয়ালীউল্লাহ্ সাহিত্য পুরস্কার পাচ্ছেন হাসান ফেরদৌস

সৈয়দ ওয়ালীউল্লাহ্ সাহিত্য পুরস্কার পাচ্ছেন হাসান ফেরদৌস
‘সৈয়দ ওয়ালীউল্লাহ্ সাহিত্য পুরস্কার ২০২০’ ঘোষণা করেছে বাংলা একাডেমি। বাংলা একাডেমির দ্বি-বার্ষিক এই সাহিত্য পুরস্কারের জন্য এবার মনোনীত হয়েছেন প্রাবন্ধিক হাসান ফেরদৌস।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) বাংলা একাডেমি’র পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা ২০২১-এর সমাপনী অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলা একাডেমির ‘অমর একুশে গ্রন্থমেলা-২০২১’র সমাপনী অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হবে। পুরস্কারের আর্থিক মূল্য এক লাখ টাকা। ২০১১ সালে প্রবর্তিত ‘বাংলা একাডেমি প্রবাসী লেখক পুরস্কার’ ২০১৪ সাল থেকে ‘সৈয়দ ওয়ালীউল্লাহ সাহিত্য পুরস্কার’ হিসেবে দেওয়া হচ্ছে।

নিউইয়র্ক প্রবাসী হাসান ফেরদৌস দীর্ঘদিন ধরে লেখালেখির সঙ্গে জড়িত। দেশের বিভিন্ন পত্রিকায় তিনি নিয়মিত কলাম লেখেন।

তিনি প্রবন্ধ লেখার পাশাপাশি মুক্তিযুদ্ধ ও চিত্রশিল্প নিয়েও বই লিখেছেন।

তার লেখা বইগুলোর মধ্যে রয়েছে ‘১৯৭১: বন্ধুর মুখ শত্রুর ছায়া’, ‘একাত্তর, যেখান থেকে শুরু’, ‘মুক্তিযুদ্ধে সোভিয়েত বন্ধুরা’, ‘যুদ্ধের আড়ালে যুদ্ধ’, ‘রবীন্দ্রনাথ, গীতাঞ্জলি ও দুই হ্যারিয়েট’, ‘পিকাসোর তিন রমণী: গাট্রুর্ড স্টাইল, মারি-তেরেস ও জেনেভিয়েভ’, ‘সালভাদর দালির মিস বাংলাদেশ’।

তার নির্বাচিত প্রবন্ধের মধ্যে রয়েছে, ‘‘গুলিস্তাঁ’ থেকে ‘মিরজাফরের নাতি’।’

আর্কাইভ থেকে

আরও পড়ুন

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী আজ
জাপানে বঙ্গবন্ধুকে নিয়ে জাপানি চিত্রকলা বইয়ের প্রকাশনা অনুষ্ঠান
সোহেল মাহমুদের থ্রিলার-উপন্যাস ‘অ-নির্বাণ’
একুশে বইমেলায় আলতামিশ নাবিলের 'অস্কারনামা'
‘কাব্যরাগে অসমাপ্ত আত্মজীবনী’ বইয়ের মোড়ক উম্মোচন
বইমেলায় আলতামিশ নাবিলের 'বাংলার চলচ্চিত্রপাঠ'
বইমেলায় রাশেদুল মওলার ‘লকডাউনের লকারে’
বইমেলায় পাওয়া যাচ্ছে জহিরুল ইসলামের ‘এভিয়েশন ক্যারিয়ার’
একুশে বইমেলায় জান্নাতুল ফেরদাউস অনির ‘সরল অঙ্ক’