একুশে বইমেলায় জান্নাতুল ফেরদাউস অনির ‘সরল অঙ্ক’

একুশে বইমেলায় জান্নাতুল ফেরদাউস অনির ‘সরল অঙ্ক’
একুশে বইমেয়ায় পাওয়া যাচ্ছে উদীয়মান লেখিকা জান্নাতুল ফেরদাউস অনির সমকালীন উপন্যাস ‘সরল অঙ্ক’। বইটি প্রকাশ করেছে প্রিয় বাংলা প্রকাশনী। বইমেলায় প্রিয় বাংলা’র স্টল ২৯৬ এবং ২৯৭ এ পাওয়া যাচ্ছে বইটি।

নিন্মবিত্ত এক নারীর জীবনে ঘটে যাওয়া নানান ঘটনার মধ্য দিয়ে উপন্যাসের কাহিনী রচিত। এক বিধবা নারী তার দুই সন্তান নিয়ে জীবন যুদ্ধের ময়দানে বেঁচে থাকার সংগ্রামের চিত্র দারুণভাবে ফুটে উঠেছে উপন্যাসটিতে।

বাংলাদেশের পিছিয়ে পড়া গ্রামগুলোর মধ্যে অন্যতম হরিনারায়ণপুর। সে গ্রামের লোকেরই ইতিকথা রয়েছে এই উপন্যাসে। জহির সাহেবের উন্নতির আশায় প্রবাসজীবন বেছে নেওয়া, অরূপ অজয়কে নিয়ে আলেয়ার একা পথচলা, শ্যামলীর পাড়া-প্রতিবেশীর কটুকথা বন্ধ করার প্রচেষ্টা, বিনা ভাবীর সমাজের কথা ভেবে সংসার টিকিয়ে রাখার চেষ্টা, জাহাঙ্গীর সাহেবের বার্ধক্যে পাশে থাকার মানুষ, অরূপ-অজয়ের ছোট ছোট স্বপ্ন, কতটা সফল হবে? এই সবকিছু সরল অঙ্কের সমাধান করতে পারবে কি? এমন নানান প্রশ্নের বেড়াজালে গড়ে উঠেছে ‘সরল অঙ্ক’র কাহিনী।

বইমেলার পাশাপাশি রকমারিতেও পাওয়া যাচ্ছে ‘সরল অঙ্ক’:

https://www.rokomari.com/book/222233/sorol-angko

এছাড়া বইবাজারেও পাওয়া যাবে বইটি: https://www.boibazar.com/book/sorol-angko

আর্কাইভ থেকে

আরও পড়ুন

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী আজ
জাপানে বঙ্গবন্ধুকে নিয়ে জাপানি চিত্রকলা বইয়ের প্রকাশনা অনুষ্ঠান
সোহেল মাহমুদের থ্রিলার-উপন্যাস ‘অ-নির্বাণ’
একুশে বইমেলায় আলতামিশ নাবিলের 'অস্কারনামা'
‘কাব্যরাগে অসমাপ্ত আত্মজীবনী’ বইয়ের মোড়ক উম্মোচন
বইমেলায় আলতামিশ নাবিলের 'বাংলার চলচ্চিত্রপাঠ'
বইমেলায় রাশেদুল মওলার ‘লকডাউনের লকারে’
বইমেলায় পাওয়া যাচ্ছে জহিরুল ইসলামের ‘এভিয়েশন ক্যারিয়ার’
একুশে বইমেলায় জান্নাতুল ফেরদাউস অনির ‘সরল অঙ্ক’