ইতিমধ্যে লেখক তাঁর অসামান্য অবদানের জন্য ইতিমধ্যে পেয়েছেন দা ডায়না অ্যাওয়ার্ড, জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড সহ দেশি-বিদেশি দশটির ও অধিক সম্মাননা ।
বইটি সম্পর্কে লেখক বলেন, আমাদের তরুণ প্রজন্ম কিংবা বয়োজ্যেষ্ঠর মাঝে একটা বড় অংশ উড়োজাহাজ কিংবা এভিয়েশন ইন্ডাস্ট্রি নিয়ে তেমন সঠিক কোন ধারণা নেই কিন্তু আছে জানার অতি আগ্রহ, প্রবল ইচ্ছা এবং কৌতুহল। এভিয়েশন সম্পর্কে সঠিক গাইডলাইন আর শত অজানা তথ্য দিবে এভিয়েশন ক্যারিয়ার বইটি যার ফলে এভিয়েশনের প্রতি তৈরী হবে আগ্রহ, উদ্দীপনা এবং জানার প্রবল ইচ্ছা। বইটি পড়লে জানতে পারবে দারুন সব চমকপ্রদ বিষয় যা তরুণদের অনুপ্রাণিত করবে- যেমন: উড়োজাহাজ, হেলিকপ্টার এবং সামরিক উড়োজাহাজ কিভাবে উড়ে। কিভাবে একজন পাইলট, ক্যাবিন ক্রু, ইঞ্জিনিয়ার ও এয়ার ট্রাফিক কন্ট্রোলার হবে এছাড়াও জানতে পারবে উড়োজাহাজ তৈরীর উপাদান সহ সকল তথ্য। শিক্ষার্থীদের এভিয়েশনে সুন্দর ক্যারিয়ার গড়তে এভিয়েশন ক্যারিয়ার বইটি অনন্য ভূমিকা পালন করবে।
অমর একুশে বইমেলায় অদম্য প্রকাশনীর স্টলে (স্টল-১৬) বইটি পাওয়া যাবে। এছাড়াও, অনলাইনে রকমারি থেকে বইটি পাওয়া যাবে। অনলাইনে অর্ডার করার লিংক: https://www.rokomari.com/book/226452/aviation-career