জাতীয় বীমা দিবস উপলক্ষে গত ২৭ নভেম্বর আইডিআরএ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির চেয়ারম্যান শফিকুল রহমান পাটোয়ারি।
আইডিআরএ চেয়ারম্যান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬০ সালের ১ মার্চ তৎকালীন বীমা কোম্পানি আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদান করেন। এ দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য জাতীয় বীমা দিবস পালন করা হবে। ১ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রথম জাতীয় বীমা দিবসের উদ্বোধন করবেন।
শফিকুল রহমান বলেন, বীমা শিল্পের উন্নয়ন ও বীমা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে শুধু এ বছর নয়, প্রতি বছর র্যালি, বীমা মেলা, আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হবে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আয়োজনে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সহযোগিতায় দিবসটি পালন করা হবে।