কিউবায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫

কিউবায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫
কিউবায় হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচ জন নিহত হয়েছেন।

শনিবার (৩০ জানুয়ারি) আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এমনটি জানা যায়।

নিহতদের পরিচয় এবং এ প্রসঙ্গে আর বিস্তারিত কিছু জানানো হয়নি বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, শুক্রবার হেলিকপ্টারটি হলগুইন প্রদেশ থেকে গুয়ান্তানামোর দিকে যাচ্ছিলো। পথিমধ্যে বিধ্বস্ত হয়। তবে ঠিক কী কারণে হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হেলিকপ্টার বিধ্বস্তের তদন্ত সেনাবাহিনী চালাচ্ছে।

২০১৮ সালে দেশটিতে ভয়াবহ এক বিমান দুর্ঘটনায় ১১২ জন নিহত হয়েছিল। সেবার হাভানা বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছু সময় পর বিমানটি বিধ্বস্ত হয় এবং একজন ছাড়া আরোহীদের সবার প্রাণ যায়।

এর আগের বছরের এপ্রিলে পশ্চিমাঞ্চলীয় পাহাড়ি অঞ্চলে রাশিয়ানদের বানানো একটি উড়োজাহাজ দুর্ঘটনায় পড়ে কিউবার সামরিক বাহিনীর ৮ সদস্য নিহত হয়েছিল।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া