জানুয়ারি মাসেও বেড়েছে রেমিট্যান্স

জানুয়ারি মাসেও বেড়েছে রেমিট্যান্স
গত বছরের মতো চলতি বছরেও প্রবাসীদের রেমিট্যান্স পাঠানো অব্যাহত রয়েছে। বছরের শুরুর মাসেও বেড়েছে রেমিট্যান্স। গত মাসে প্রবাসীরা মোট ১৯৬ কোটি ডলার সমপরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন। আগের বছরের একই মাসের চেয়ে যা প্রায় ২০ শতাংশ বেশি।

অর্থবছরের প্রথম ৭ মাসে রেমিট্যান্স বেড়েছে প্রায় ৩৫ শতাংশ। সরকারের ২ শতাংশ হারে প্রণোদনার পর থেকে বৈধ চ্যানেলে রেমিট্যান্স বৃদ্ধির ফলে এমন হয়েছে। সোমবার দিন শেষে বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে চার হাজার ২৯১ কোটি ডলারে।

মহামারি করোনার প্রভাব শুরুর পর বিশ্বব্যাংক, আইএমএফসহ বেশিরভাগেরই ধারণা ছিল রেমিট্যান্স কমবে। পাশ্বর্বর্তী দেশ ভারতসহ বিশ্বের বেশিরভাগ দেশে কমেছেও।

তবে বাংলাদেশসহ কিছু-কিছু দেশে রেমিট্যান্স বেড়েছে। মূলত আগে অবৈধ চ্যানেলে যেসব অর্থ আসতো এখন তার বেশিরভাগই ব্যাংকিং চ্যানেলে আসায় এমন হয়েছে বলে সংশ্নিষ্টদের ধারণা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের ৭ মাসে প্রবাসীরা মোট এক হাজার ৪৯১ কোটি ডলার সমপরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল এক হাজার ১০৫ কোটি ডলার। ৭ মাসে বেড়েছে ৩৮৬ কোটি ডলার বা ৩৪ দশমিক ৯৫ শতাংশ। গত অর্থবছর রেমিট্যান্সে প্রবৃদ্ধি ছিল ১০ দশমিক ৮৭ শতাংশ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

সব ধরনের চ্যালেঞ্জ মোকা‌বিলায় র‌্যাব প্রস্তুত
নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়
জানুয়ারি থেকে ১০ ডলার করে রেশন পবে রোহিঙ্গারা
নতুন সুদহার নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক
নির্বাচনে আইনশৃঙ্খলা মনিটরিং সেল গঠন ইসির
ইনানী–সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু
খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন দেশের ২১ শতাংশ মানুষ
ভোটের দিন ঘিরে নাশকতার তথ্য নেই
ব্যাগেজ রুলের অপব্যবহারে ধ্বংস হচ্ছে জুয়েলারি শিল্প
বছর ঘুরলেও প্রবাসী আয়ে গতি ফিরেনি