ব্র্যাক ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অফ কর্পোরেট ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান এবং এশিয়ান পেইন্টসের হেড অফ ফিন্যান্স ও কোম্পানি সেক্রেটারি তারিক আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেছেন। সম্প্রতি ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এই অংশিদারিত্বের আওতায় ব্র্যাক ব্যাংক তার শাখা এবং এজেন্ট ব্যাংকিং নেটওয়ার্ক এর মাধ্যমে রিয়েল-টাইমে দেশজুড়ে এশিয়ান পেইন্টসের পক্ষ থেকে বিক্রয়কৃত অর্থ সংগ্রহ করবে।
এছাড়া নির্ধারিত ব্যাংকিং সময়ের বাইরে ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিং চ্যানেল ব্যবহার করে এশিয়ান পেইন্টস ব্যাংকিং পরিষেবা পেয়ে উপকৃত হবে। ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিং পরিষেবা এবং নগদ সংগ্রহের সমাধান নেয়া রঙের বাজারের প্রথম এশিয়ান পেইন্টস। কর্পোরেট পেমেন্টের জন্য ব্র্যাক ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সমাধান কর্পনেটের মাধ্যমে এশিয়ান পেইন্টস তাদের সকল ক্যাশ ম্যানেজমেন্ট ও ট্রানজ্যাকশন সম্পন্ন করবে।
এশিয়ান পেইন্টস বাংলাদেশ লিমিটেড (এপিবিএল) ২০০২ সালে বাংলাদেশে যাত্রা শুরু করে। এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম পেইন্ট সংস্থা যার ৬৪টি জেলা জুড়ে প্রায় ১ হাজার ৫শ’রও বেশি ডিলার নেটওয়ার্ক রয়েছে। ব্র্যাক ব্যাংকের হেড অফ অল্টারনেট ব্যাংকিং চ্যানেল, নাজমুর রহিম, হেড অফ ট্রানজ্যাকশন ব্যাংকিং, জাবেদুল আলম, হেড অফ এজেন্ট ব্যাংকিং, নাজমুল হাসান, ও টিম লিডার এমএনসি অ্যান্ড ডিও, ফারহানা আফরিন খান এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।