১৮ চ্যানেলে টয়া-বাশারের স্বল্পদৈর্ঘ্য

১৮ চ্যানেলে টয়া-বাশারের স্বল্পদৈর্ঘ্য
একদিন বৃষ্টিতে বিকেলে...। অঞ্জন দত্তর অসাধারণ এই গানের রেশ ধরে একটি বিশেষ চলচ্চিত্র নির্মাণ করলেন ‌অনম বিশ্বাস।

প্রতি বছর ভালোবাসা দিবসে দর্শকের পাঠানো গল্পে ৩টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ হয় ক্লোজআপ-এর সৌজন্যে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। আব্দুল্লাহ আল রাফির পাঠানো গল্পে অনম বিশ্বাস নির্মাণ করলেন ‘একদিন বৃষ্টিতে বিকেলে’ নামের চলচ্চিত্রটি।

এতে অভিনয় করেছেন মুমতাহিনা টয়া ও খায়রুল বাশার। একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন শাহেদ আলী সুজন।

অনম বিশ্বাসের ভাষ্য, ‘এই নিয়ে টানা তৃতীয়বারের মতো দর্শকের পাঠানো গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ্য বানিয়েছি। এবারের গল্পে দেখা যাবে উবার ড্রাইভার রনি এবং কস্টিউম ডিজাইনার শ্রুতির রোমান্টিক সম্পর্কের গল্প।’

‘একদিন বৃষ্টিতে বিকেলে’ প্রসঙ্গে মুমতাহিনা চৌধুরী টয়া বলেন, ‘আমি দুই বছর পর ক্লোজআপ কাছে আসার গল্পে কাজ করলাম। এই প্রজেক্ট নিয়ে দর্শকদের মাঝেও বাড়তি আগ্রহ থাকে। এবার অনম দাদার সঙ্গে কাজ করলাম। আশা করি দারুণ কিছুই হয়েছে।’

১৪ ফেব্রুয়ারি দেশের ১৮টি টিভি চ্যানেলে রাত ৮টায় একযোগে প্রচার হবে ‘একদিন বৃষ্টিতে বিকেলে’। এছাড়া খুব দ্রুতই দর্শকরা ইউটিউবে উপভোগ করতে পারবেন বলে জানান অনম।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

অল্পতেই সব শিখে যায় পদ্ম
২১ কোটির ‘অপারেশন জ্যাকপট’ শুরু ২৯ ডিসেম্বর
বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ১০ তারকা
২০০ কোটির ঘরে ‘ডাঙ্কি’
কাটা পড়লো অ্যানিমেলের ‘আপত্তিকর’ ২৭ মিনিট
‘পুলসিরাত’র জন্য দোয়া চান বুবলী
শীতে গলাব্যথা থেকে মুক্তির ঘরোয়া উপায়
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টিভিতে আবারও শুরু হচ্ছে সিসিমপুর
বিটিভি চট্টগ্রাম কেন্দ্রকে আরো আধুনিক করা হবে