ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত ৪

ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত ৪
ইন্দোনেশিয়ার ইস্ট জাভায় প্রবল বর্ষণের ফলে সৃষ্ট ভূমিধসের ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১৪ জন এবং নিখোঁজ রয়েছেন ১৬ জন। খবর ইয়াহু নিউজ ও সিনহুয়ার।

নগানজুক সোস্যাল অ্যাফেয়ার্স এজেন্সির জরুরি পরিস্থিতি মোকাবিলা ইউনিট জানায়, উদ্ধারকর্মীরা নগানজুক জেলায় চারজনের লাশ উদ্ধার করেছে। এ ছাড়া তারা এ জেলায় দুজনকে জীবিত উদ্ধার করেছে।

উদ্ধারকারী দলের সমন্বয়ক আরিস ত্রিয়ো ইফেন্ডির উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা আনতারা সোমবার জানিয়েছে, ‘ভারী উদ্ধার সামগ্রী দুর্যোগ কবলিত এলাকার উদ্দেশে পাঠানো হয়েছে। সেখানে এখনো ১৬ জন নিখোঁজ রয়েছে।’

ইফেন্ডি জানান, অনেক আবাসিক এলাকার বিভিন্ন বাড়ি ভূমিধসের ঝুঁকির মুখে রয়েছে। এরই মধ্যে ভূমিধসে কমপক্ষে ১৩টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইফেন্ডি আরও জানান, চরম ঝুঁকির মুখে থাকায় ১৬০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

খবরে বলা হয়, বর্ষা মৌসুমে ইন্দোনেশিয়ায় প্রায়শই ভূমিধসের ঘটনা ঘটে ও আকস্মিক বন্যা হয়ে থাকে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া