সোমবার (১৫ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি জানান, আগে এক মাস বিরতিতে দ্বিতীয় ডোজ দেয়ার সিদ্ধান্ত ছিল। এখন এটা ৮ সপ্তাহ পর দেয়া হবে। যারা প্রথম ডোজ নিয়েছেন তাদের নতুন করে দ্বিতীয় ডোজ নেয়ার তারিখ জানিয়ে দেয়া হবে। হাতে থাকা ৭০ লাখ ভ্যাকসিন অব্যাহতভাবে দিয়ে যাওয়া হবে।
উল্লেখ্য যে, বৃটেনে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি ভ্যাকসিন এর প্রথম ডোজ নেয়ার আট থেকে ১২ সপ্তাহ পর দ্বিতীয় ডোজ দেয়া হচ্ছে। এ বিষয়ে গবেষণা তথ্য বলছে, প্রথম ডোজ নেয়ার আট থেকে বার সপ্তাহ বিরতিতে দ্বিতীয় ডোজ দিলে এর কার্যকারিতা বেশি হয়।