খাগড়াছড়িতে জিপ উল্টে নিহত ২

খাগড়াছড়িতে জিপ উল্টে নিহত ২
খাগড়াছড়িতে চাঁদের গাড়ি (জিপ) উল্টে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন আহত হয়েছেন।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে খাগড়াছড়ির ভাইবোনছড়া এলাকার দুর্গম আমলাই হাদুকপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ভাইবোনছড়ার দুর্গম আমলাই হাদুকপাড়া গ্রামের বাসিন্দা হরেন্দ্র ত্রিপুরা ও গনেশ্বর ত্রিপুরা।

আহতরা হলেন, একই এলাকার ব ত্রিপুরা, রহেন ত্রিপুরা ও চয়ন ত্রিপুরা।

ভাইবোনছড়া ইউপি চেয়ারম্যান পরিমল ত্রিপুরা বলেন, খাগড়াছড়ি বাজারে বিক্রির জন্য গাছ রেখে চাঁদের গাড়িতে করে বাড়ি ফেরার পথে আমলাই হাদুকপাড়া পৌঁছলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ৬০ ফুট গভীর খাদে পড়ে যায়। তখন ঘটনাস্থলেই হরেন্দ্র ত্রিপুরা ও গনেশ্বর ত্রিপুরার মৃত্যু হয়।

এসময় গাড়িতে থাকা অপর তিনজন আহত হন। আহতদের খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রশিদ জানান, ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট