ব্র্যাক ব্যাংকের রেটিং উন্নীত করলো মুডি'স

ব্র্যাক ব্যাংকের রেটিং উন্নীত করলো মুডি'স
মুডি'স ইনভেস্টর সার্ভিস সম্প্রতি ব্র্যাক ব্যাংকের বৈদেশিক মুদ্রার ক্রেডিট রেটিংকে ডিসেম্বর ২০২০-এ বি১ থেকে বিএ৩-এ উন্নীত করেছে।

মুডি'স-এর প্রতিবেদনে ব্র্যাক ব্যাংকের স্থানীয় মুদ্রার আমানতের রেটিংকে "বিএ৩" হিসেবে পুনরায় নিশ্চিত করা হয়েছে- যা মুডি'স দ্বারা নির্ধারিত কোনো বাংলাদেশি ব্যাংকের পক্ষে সর্বোচ্চ। আন্তর্জাতিক খ্যাতিমান রেটিং এজেন্সি থেকে এই ব্যাংকটি একাধারে চতুর্থ বছরে সর্বোচ্চ ক্রেডিট রেটিং পেয়েছে।

মুডি'স এর প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ব্র্যাক ব্যাংকের রেটিং ব্যাংকের শক্তিশালী মুনাফা এবং মূলধনকে প্রতিফলিত করে, যা এই খাতের অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় শক্তিশালী। এর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে ব্যাংকের শক্তিশালী ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজ বা এসএমই বিভাগে ব্যাংকের উল্লেখযোগ্য অবদান এবং স্থিতিশীল তহবিল ও তারল্যের কথা।

এই বিষয়ে মন্তব্য করে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, ‘সুশাসন, মার্কেটে সুখ্যাতি ও আমাদের দেশব্যাপী ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের জন্য ব্র্যাক ব্যাংক দেশের ব্যাংকিং খাতে একটি শক্ত ভিতের উপর দাঁড়িয়ে আছে।’

প্রতিবেদনে আরও বলা হয়েছে, তাদের বিবেচনায় থাকা ব্যাংকগুলোর মধ্যে ব্র্যাক ব্যাংক তার শক্তিশালী অভ্যন্তরীণ মূলধন এবং রক্ষণশীল লভ্যাংশ নীতির কারণে সব থেকে এগিয়ে রয়েছে।

উল্লেখযোগ্য, ব্র্যাক ব্যাংক একমাত্র বাংলাদেশী ব্যাংক যা বিগত চার বছর ধরে বিএ৩-এর সার্বভৌম রেটিং মান বজায় রাখতে পেরেছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি