রোববার (২১ ফেব্রুয়ারি) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এসব দাবি জানান। সংবাদ সম্মেলনে লিখিত দাবিসমূহ পাঠ করেন সরকার ও রাজনীতি বিভাগের ৪৪তম আবর্তনের সামিয়া জাহান।
তিনি বলেন, আমাদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে মামলা করার দাবিটি প্রশাসন মেনে নিলেও সুনির্দিষ্ট করে জানায়নি তারা কখন মামলা করবে। ঘটনার বিস্তারিত রেকর্ডসহ ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত গ্রামবাসীদের বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন অব্যাহত রাখব।
তাদের অন্যান্য দাবিসমূহের মধ্যে রয়েছে ঘটনার সুষ্ঠু বিচার, গেরুয়ায় অবস্থানরত শিক্ষার্থীদের নিরাপদে ক্যাম্পাসে প্রত্যাবর্তন, হল খুলে দিয়ে মৌলিক সেবা নিশ্চিত করা, হামলার সময় আর্থিকভাবে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার অস্থিরতার দায়ও প্রশাসনকে গ্রহণের দাবি জানান তারা।