স্পেনে মসজিদ হামলায় স্থানীয়দের প্রতিবাদ

স্পেনে মসজিদ হামলায় স্থানীয়দের প্রতিবাদ
স্পেনের সান জাভিয়ের শহরে মসজিদে সহিংস হামলায় প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় অধিবাসীরা।

স্থানীয় সংবাদ মাধ্যম সূত্র জানায়, রোববার (২২ ফেব্রুয়ারি) সান জাভিয়ের ও মুর্সিয়া শহরের অধিবাসীরা মসজিদের নিকটস্থ প্রাঙ্গণে বিস্ফোরণ হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানায়।

পুলিশ সদস্যরা আবিষ্কার করে যে এক বা একাধিক অপরাধী মসজিদের জানালায় মরণ ঘাতক কোনো কিছু স্প্রে করে। হয়ত মসজিদে আগুন ধরানো উদ্দেশ্যে তারা বিস্ফোরণ ঘটিয়েছে। মসজিদে হামলার কারণে স্থানীয় অনেকের মধ্যে বিভ্রান্তি ও ভুল বোঝাবুঝি তৈরি হয়।

স্থানীয় অধিবাসী মুহাম্মদ মেহেদি জানান, এখানের মুসলিম বা স্পেনিশদের সঙ্গে কখনো কোনো সমস্যা হয়নি। আমরা সব সময় একে অপরকে সম্মানের চোখে দেখে আসছি।

মসজিদের ইমাম ইবরাহিম রাবি জানান, মুসলিম জনগোষ্ঠীর সঙ্গে স্থানীয়রা সব সময় অত্যন্ত মিলেমিশে থেকেছে। এমন কিছু ঘটবে বলে আমি কখন ভাবিনি। আশা করি দ্রুততর সময়ে তা মীমাংসা হবে বলে আমি আশা করি। তবে আমাদের শান্তিপূর্ণ সহাবস্থানকে লক্ষ্য করে হামলাকারীদের উদ্দেশ্য কখনো সফল হবে না।’

স্পেনে প্রায় ২১ লাখ মুসলিম বসবাস করে। এর মধ্যে দেশটির দক্ষিণপূর্বাঞ্চল মুর্সিয়া শহরে লক্ষাধিক লোক বসবাস করে। ডানপন্থী দলের সম্প্রতি মুসলিম স্পেনের বিরুদ্ধে

আর্কাইভ থেকে

আরও পড়ুন

থার্টিফার্স্ট নাইট নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ
রাজধানীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আরবি ভাষা কোর্স সম্পন্ন
আল্লাহর সঙ্গে যে কথা বলেছিলেন মূসা আ.
মিশরে বায়তুল মোকাররমের ইমামকে সম্মাননা প্রদান
জুমার দিন গোসল করার সঠিক সময় কোনটি?
জান্নাতিদের যে বিশেষ দানে সন্তুষ্ট করবেন আল্লাহ
নেক আমলের কারণে দুনিয়ায় যে উপকার পাবেন
রমজান শুরুর তারিখ ঘোষণা করলো আরব আমিরাত
একসঙ্গে অনেককে সালাম দিলে উত্তর দেবেন কে?
নবীজীর রওজায় বছরে একবারের বেশি যাওয়া যাবে না