বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) কর্মসূটি শুরুর আগে ও আন্দোলন চলাকালে ১৩ জন শিক্ষার্থীকে হেফাজতে নিয়েছে পুলিশ। আগামী রোববারের মধ্যে এসব শিক্ষার্থীর মুক্তি ও পরীক্ষার স্থগিতাদেশ বাতিল না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
শিক্ষার্থীদের অভিযোগ, পুলিশ তাদের 'ভিপি নুরুর লোক' অ্যাখ্যা দিয়ে ধাক্কাধাক্কি করে সরিয়ে দিয়েছে। যদিও তারা কোনো দলের হয়ে আসেননি। তাদের অনার্স-মাস্টার্সের অল্প কিছু বিষয়ের পরীক্ষা বাকি আছে। এমন পর্যায়ে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত অযৌক্তিক। সাত কলেজের চলমান পরীক্ষা নেওয়া গেলে তাদের পরীক্ষা নিতে সমস্যা কোথায়? এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবিলম্বে তাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান শিক্ষার্থীরা।