ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৮৬ লাখ ৮৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২১ লাখ ৭১ হাজার টাকা।
দরপতনের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ৯ দশমিক ৪৭ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১ কোটি ১৭ লাখ ৪৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২৯ লাখ ৩৬ হাজার টাকা।
আনলিমা ইয়ার্ন ডাইং এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটি সর্বোচ্চ দর কমেছে ৭.৭৯ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৫ কোটি ২৫ লাখ ৮৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৩১ লাখ ৪৬ হাজার টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আইডিএলসি ফিন্যান্স, ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট,ইন্টারন্যাশনাল লিজিং, বেক্সিমকো, লংকাবাংলা ফিন্যান্স, আইপিডিসি ফিন্যান্স ও মীর আখতার হোসেন লিমিটেড।