ইসরায়েলি জাহাজে বিস্ফোরণ

ইসরায়েলি জাহাজে বিস্ফোরণ
মধ্যপ্রাচ্য থেকে ছেড়ে যাওয়ার পথে ওমান উপসাগরে একটি ইসরায়েলি জাহাজে বিস্ফোরণ ঘটেছে। এতে জাহাজটির দুই পাশেই ছিদ্র হয়ে যাওয়ায় দ্রুত নিকটবর্তী বন্দরে ফিরে যেতে বাধ্য হয়েছে। এক প্রতিবেদনে রয়টার্স এ খবর জানিয়েছে।

জাতিসংঘের শিপিং ডেটাবেজ অনুযায়ী, ওই জাহাজটির মালিক তেল আবিব-ভিত্তিক রে শিপিং নামে একটি প্রতিষ্ঠান। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ৩টার দিকে এমভি হেলিয়স রে নামের ওই জাহাজে বিস্ফোরণ ঘটে বলে জানা গেছে।

বিস্ফোরণের কারণ এখনও নিশ্চিত নয়। এঘটনায় তাৎক্ষণিকভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

ব্রিটিশ নৌবাহিনী পরিচালিত ইউকেএমটিও (ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস) শুক্রবার জানায়, জাহাজটিতে বিস্ফোরণের ঘটনায় তদন্ত শুরু হয়েছে। ওই এলাকা দিয়ে যাতায়াতকারী বাকি নৌযানগুলো সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে তারা।

ইসরায়েলের রাষ্ট্রীয় গণমাধ্যম কান জাহাজটির নাম রামি উঙ্গার উল্লেখ করে জানিয়েছে, এতে দেড় মিটার ব্যাসের দু’টি ছিদ্র হয়ে গেছে। তবে সেগুলো ক্ষেপণাস্ত্র নাকি মাইন বিস্ফোরণের কারণে হয়েছে তা পরিষ্কার নয়। বিস্ফোরণে জাহাজের ইঞ্জিনের কোনও ক্ষতি হয়নি, আর কোনও ক্রুও হতাহত হননি।

সংবাদমাধ্যমটি বলছে, ঘটনাটি ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার ফল নাকি জাহাজ ইসরায়েলি মালিকানাধীন হওয়ার সঙ্গে এর কোনও যোগসূত্র রয়েছে সে বিষয়ে কোনও ধারণা নেই তাদের।

জানা গেছে, জাহাজটি সৌদি আরবের দাম্মাম বন্দর থেকে রওয়ানা দিয়ে সিঙ্গাপুর যাচ্ছিল।

জাহাজে বিস্ফোরণের ঘটনায় এখনও আনুষ্ঠানিক কোনও বিবৃতি দেয়নি ইসরায়েল। ইরান সরকারও এ বিষয়ে কোনও মন্তব্য করেনি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া