বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন কার্যক্রমের পুস্তিকার মোড়ক উন্মোচন

বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন কার্যক্রমের পুস্তিকার মোড়ক উন্মোচন
করোনায় দেশের অর্থনীতির চাকা সচল রাখতে বাংলাদেশ ব্যাংক গৃহীত নীতি-কৌশল ও সরকারের নানামুখী প্রণোদনার প্যাকেজ বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন কার্যক্রমের তথ্য উপাত্ত নিয়ে চিফ ইকোনোমিস্টস ইউনিট প্রণীত ‘পলিসি মেজারস অব বাংলাদেশ ব্যাংক ইন রেসপন্স টু দ্য কোভিড-১৯ পেন্ডামিক’ শীর্ষক পুস্তিকার মোড়ক উন্মোচন করা হয়েছে।

রোববার (২৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মোড়ক উন্মেচন করেন গভর্নর ফজলে কবির।

এ সময় তিনি বলেন, করোনা মহামারিতে দেশের মানুষের জীবন-জীবিকা ও অর্থনীতির চাকা সচল রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের প্রশংসা করেন।

তিনি আরও বলেন, কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংক তার অবস্থান থেকে সর্বোচ্চ ভূমিকা রেখেছে। ব্যাংকগুলোর জন্য বাংলাদেশ ব্যাংকের নীতি-কৌশল সম্পর্কিত সার্কুলার জারি, সীমিত আকারে ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত, প্রণোদনা প্যাকেজের দ্রুত বাস্তবায়নের তাগিদ, ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিশেষ ভাতার সিদ্ধান্ত গ্রহণ ছিল কেন্দ্রীয় ব্যাংকের অসাধারণ উদ্যোগ, যা দেশের আর্থিক খাতকে সচল রেখেছে ও সর্বমহলে প্রশংসিত হয়েছে। এজন্য তিনি বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগসমূহের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক ধন্যবাদ জানান। করোনা মহামারি সময়ের বিভিন্ন কার্যক্রমের তথ্য সম্বলিত একটি চমৎকার পুস্তিকা প্রণয়ন করার জন্য তিনি চিফ ইকোনোমিস্টস ইউনিটের সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও ধন্যবাদ জানান।

নির্বাহী পরিচালক (গবেষণা) ও চিফ ইকোনোমিস্টস ইউনিটের নির্বাহী পরিচালক ড. হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ডেপুটি গভর্নর আহমেদ জামাল, কাজী ছাইদুর রহমান ও এ কে এম সাজেদুর রহমান খান মূল্যবান দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

এছাড়া অনুষ্ঠানে অন্যদের মধ্যে করোনা মহামারিকালীন লকডাউন সময়কালে বিশেষ ভূমিকা পালনকারী বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগসমূহের নির্বাহী পরিচালক, মহাব্যবস্থাপক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি