৭০০ টন পাথর নিয়ে বাল্কহেডডুবি, নিখোঁজ ২

৭০০ টন পাথর নিয়ে বাল্কহেডডুবি, নিখোঁজ ২
চট্টগ্রামের পটিয়ার মুরারী খালে কালারপোল সেতু এলাকায় পুরনো পিলারে ধাক্কা লেগে ৭০০ টন পাথর বোঝাই বাল্কহেড (নৌযান) ডুবে গেছে।এ ঘটনায় দুই শ্রমিক নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার (২ মার্চ) সকালে এঘটনা ঘটে।

নিখোঁজ শ্রমিকরা হলেন, রহমত আলী ও আবুল কালাম মুন্সী। তাদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা।

জানা গেছে, সকালে আরেকটি নির্মাণাধীন সেতুর জন্য নগরের মাঝিরঘাট থেকে পাথর নিয়ে যাচ্ছিল বাল্কহেডটি। এ সময় ওই নৌযানে ২৪ জন শ্রমিক ও ৫ জন স্টাফ ছিলেন। এর মধ্যে দুই জন শ্রমিক নিখোঁজ রয়েছেন। নুরুল ইসলাম ও বাল্কহেড চালককে আহত অবস্থায় উদ্ধার করে মেডিক্যালে পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সর ডুবুরি দলের লিডার বিপ্লব কুমার নাথ বলেন, পানির তীব্র স্রোতের কারণে নিখোঁজদের উদ্ধারে তল্লাশিকাজে বিঘ্ন ঘটছে। আমরা ডুবে যাওয়া বাল্কহেড সার্চ করেছি।

বাল্কহেডে থাকা একজন শ্রমিক জানিয়েছেন, ২৪ জন শ্রমিকসহ পাথরবোঝাই বাল্কহেডটি সাইটে যাওয়ার পথে পানিতে ডুবে থাকা একটি পুরনো পিলারের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় তলা ফেটে যায় এবং কয়েক মিনিটের মধ্যে ডুবে যায়। এ সময় একজন শ্রমিক লাফ দিয়েছিলেন, আরেকজন ঘুমিয়ে ছিলেন। তারা দুইজন নিখোঁজ রয়েছেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেঁয়াজের দামে শঙ্কায় কৃষক, ক্ষুব্ধ ক্রেতা
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি বন্ধ
তিনদিন সেন্টমার্টিনের হোটেল-মোটেল বন্ধ
চিটাগাং সিনিয়রস ক্লাবের নতুন প্রেসিডেন্ট বাবলু
স্থলবন্দর এলাকায় মর্টারশেল, ধ্বংস করলো সেনাবাহিনী
রংপুরের তারাগঞ্জ সভাস্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু
ময়মনসিংহে মালবাহী ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত ৪
এক জালে ১৫৯ পোপা মাছ, দাম হাঁকছেন ২ কোটি
রেললাইনের ক্লিপ খুলে নিলো দুর্বৃত্তরা, অল্পের জন্য রক্ষা