ভারতজুড়ে ব্যাংক ধর্মঘট, ব্যাহত হতে পারে এটিএম পরিষেবা

ভারতজুড়ে ব্যাংক ধর্মঘট, ব্যাহত হতে পারে এটিএম পরিষেবা
ভারতজুড়ে চলছে ব্যাংক ধর্মঘট। একাধিক ব্যাংক বেসরকারিকরণের প্রতিবাদে টানা দু'দিন ধর্মঘটের ডাক দিয়েছে ‘ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন'। আগামী ১৫ ও ১৬ মার্চ দেশজুড়ে বন্ধ থাকবে ব্যাংক। এরই মধ্যে আগামী ১৩ এবং ১৪ মার্চ শনি এবং রবিবার। দ্বিতীয় শনিবার থাকায় টানা চারদিন বন্ধ থাকবে ব্যাংক, যার ফলে এটিএম গুলিতেও টাকা না থাকার সম্ভাবনা। প্রসঙ্গত এই ধর্মঘট ‘ইন্ডিয়ান ফোরাম অফ ব্যাংক ইউনিয়নের' তরফে ডাকা হলেও তাদের সঙ্গে ৯টি শাখা সংগঠনও যোগ দিয়েছেন এই ধর্মঘটে।

ধর্মঘট চলাকালীন সময়ে সারা ভারতজুড়ে আগামী ১২ মার্চ ব্যাংকে ব্যাংকে তাঁরা বিক্ষোভ প্রদর্শন করবে সমস্ত ব্যাংক ইউনিয়নের সদস্যরা। অবিলম্বে বেসরকারীকরণ বন্ধ করতে হবে, এরই সঙ্গে সঙ্গে কর্মী নিরাপত্তা সুনিশ্চিত করারও দাবি জানাচ্ছেন‌ সদস্যরা। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এক শীর্ষ কর্মকর্তা সংবাদ মাধ্যমে বলেছেন, তারা চেষ্টা করছেন টানা চার দিন কিভাবে এটিএম পরিষেবা চালু রাখা যায়। এর জন্য আগে থেকেই পর্যাপ্ত নগদ এটিএমে মজুত থাকবে বলে জানিয়েছেন। তবে টানা চার দিন ব্যাংক বন্ধ থাকলে সমস্যায় পড়বেন গ্রাহকরা। অনিশ্চয়তা রয়েছে এটিএম পরিষেবা নিয়েও।

সূত্র : দ্য স্টেটসম্যন

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া