8194460 নিউ ইয়র্কের গভর্নরের বিরুদ্ধে ফের যৌন হয়রানির অভিযোগ - OrthosSongbad Archive

নিউ ইয়র্কের গভর্নরের বিরুদ্ধে ফের যৌন হয়রানির অভিযোগ

নিউ ইয়র্কের গভর্নরের বিরুদ্ধে ফের যৌন হয়রানির অভিযোগ
আবারও যৌন হয়রানির অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুয়োমোর বিরুদ্ধে। এবার ৭ম বারের মতো এখন অভিযোগ ওঠায় তার পদত্যাগের দাবি তুলেছেন সিনেটররা।

শনিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কুয়োমোর রাজনৈতিক সহচর চাক শুমার এবং কির্স্টেন গিলিব্র্যান্ডের মতে, কুয়োমোও নিউইয়র্কবাসীর ‘আস্থা হারিয়েছেন’। তবে অভিযোগ অস্বীকার করে পদত্যাগে অস্বীকৃতি জানিয়েছেন কুয়োমো।

শুক্রবার কুয়োমোর বিরুদ্ধে হয়রানির অভিযোগ করেন নিউ ইয়র্কের একজন সাবেক প্রতিবেদক। তার আগে আরও ছয় নারী তার বিরুদ্ধে জোরপূর্বক চুমুসহ হাত ব্যবহার করে যৌন হয়রানির অভিযোগ করেছিলেন। তবে কুয়োমোর ভাষায়, ‘যেসব অভিযোগ আনা হচ্ছে তার কিছুই আমি করিনি।’সপ্তম অভিযোগটি আসার আগে শুক্রবার তিনি বলেন, ‘আমি কখনোই কাউকে হেনস্তা করিনি। কাউকে হয়রানি বা অনাকাঙ্ক্ষিত স্পর্শ করিনি।’

তবে শমার এবং গিলিব্র্যান্ড বিবৃতিতে বলেছেন, ‘একাধিক বিশ্বাসযোগ্য যৌন হয়রানি এবং অনাকাঙ্ক্ষিত আচরণের অভিযোগ ওঠার পর কুয়োমো তার রাজনৈতিক সহচর এবং নিউইয়র্কের জনগণের আস্থা হারিয়েছেন। গভর্নরের পদ থেকে তার পদত্যাগ করা উচিত।’

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না