শনিবার (১৩ মার্চ) ভোর সাড়ে ৫টায় ভূইয়াপাড়া এলাকায় জাকির হোসেনের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন, সুমন মিয়া (৩২), তার ঘুমন্ত স্ত্রী মরিয়ম বেগম (২৮) ও শিশু পুত্র সাকিন মাহামুদ (৫)। আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় এলাকাবাসী।
আহত সুমন মিয়া জাকির হোসেনের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন। আর তার শিশু পুত্র সাকিন মাহমুদ নিকটস্থ একটি মাদরাসার ছাত্র।
প্রতিবেশী জাব্বার আলী বলেন, সকালে ঘুমন্ত অবস্থায় হঠাৎ বিকট শব্দ শুনেই ঘুম ভাঙে। ঘুম থেকে উঠেই তাদের উদ্ধার করে ঢাকা পাঠানো হয়।
কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবে খোদা বলেন, সেফটি ট্যাংকের ওপর রান্নাঘর ছিল। হঠাৎ গ্যাস বিস্ফোরণে একই পরিবারের তিনজন আহত হন এবং ওই বিল্ডিংয়ের তিনটি রুম ভেঙে যায়। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।