আয়ারল্যান্ডের সফরকারী ‘এ’ দলের বিপক্ষে এইচপির সিরিজে দলের সঙ্গে থাকার কথা ছিল টবির। বাংলাদেশে আসার জন্য বিমানের টিকিটও কেটে রাখা হয়েছিল কার জন্য।
কিন্তু স্বাস্থ্যগত কারণে শেষ মুহূর্তে সফর বাতিল করতে হয় তাকে। অবশেষে জানা গেল, স্কিন ক্যান্সারে আক্রান্ত হওয়ায় ইংল্যান্ডের চিকিৎসকরা ভ্রমণ করার জন্য ছাড়পত্র দেননি টবিকে।
বিসিবির ন্যাশনাল গেম ডেভেলপমেন্ট ম্যানেজার আবু ইমাম মো. কাউসার মিডিয়াকে জানান, ‘চিকিৎসা নিয়ে এরই মধ্যে কিছুটা সুস্থ হয়ে উঠেছেন এইচপি কোচ। শিগগিরই কাজে যোগ দেওয়ার ব্যাপারে আশাবাদী তিনি।’
গত বছর শ্রীলঙ্কা সফর সামনে রেখে বছরে ১০০ দিন কাজের শর্তে টবিকে নিয়োগ দেয় বিসিবি। কোয়ারেন্টাইন জটিলতা দেখা দেওয়ায় জাতীয় দল এবং এইচপির সফর বাতিল হওয়ায় টবি কাজে যোগ দেন বিসিবি প্রেসিডেন্টস কাপে।
একদিনের ক্রিকেটের টুর্নামেন্টটি শেষ হলে এইচপির ক্রিকেটারদের নিয়ে ক্যাম্প পরিচালনা করে দেশে ফেরে গেছেন টবি।