এপ্রিলেই জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বাইডেনের সাক্ষাত

এপ্রিলেই জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বাইডেনের সাক্ষাত
আগামী এপ্রিলের ৯ তারিখে জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাক্ষাত হতে পারে। আগামী মাসে জাপানের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে সফর করবেন।

তিনিই প্রথম কোনো বিদেশি নেতা হিসেবে বাইডেনের সঙ্গে হোয়াইট হাউসে সাক্ষাত করতে যাচ্ছেন। রোববার জাপানের ইয়োমিউরি পত্রিকায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

কোনো সূত্রের বরাত না দিয়েই ইয়োমিউরির এক প্রতিবেদনে বলা হয়েছে, এই দুই রাষ্ট্রনেতা দু'দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদারে বিভিন্ন পদক্ষেপের বিষয়ে একমত হবেন এবং ভারত ও প্রশান্ত মহাসাগরে চলাচলের স্বাধীনতার বিষয়ে নিজেদের প্রতিশ্রুতি রক্ষায় কাজ শুরু করবেন বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অবশ্য কোনো ধরনের মন্তব্য পাওয়া যায়নি। মন্ত্রিসভার প্রধান সেক্রেটারি কাতসুনোবু কাতো শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছেন যে, এপ্রিলের প্রথম দিকেই সুগা যুক্তরাষ্ট্র সফরে যাবেন।

এর আগে ২০১৬ সালের নির্বাচনে প্রেসিডেন্ট ট্রাম্প জয়ী হওয়ার পর তার সঙ্গে প্রথম কোনো বিদেশি নেতা হিসেবে দেখা করেছিলেন জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী শিনজো আবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না