আয়ারল্যান্ডে বন্ধ হলো অক্সফোর্ডের টিকা প্রয়োগ

আয়ারল্যান্ডে বন্ধ হলো অক্সফোর্ডের টিকা প্রয়োগ
রক্ত জমাট বাঁধার অভিযোগে ইউরোপীয় ইউনিয়নভুক্ত বেশ কয়েকটি দেশে গেল সপ্তাহে অক্সফোর্ড/অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনাভাইরাসের টিকা প্রয়োগ বন্ধ হয়েছে। এবার একই পথে হাঁটলো আয়ারল্যান্ডও।

রোববার (১৪ মার্চ) রক্ত জমাট বাঁধার ভয়ে দেশটিতে অক্সফোর্ডের তৈরি টিকা প্রয়োগ বন্ধ করে দেওয়া হয়েছে। খবর আনাদোলু এজেন্সির।

মূলত নরওয়েজিয়ান মেডিসিন এজেন্সি ও হেলথ প্রডাক্ট রেগুলেটরি অথোরিটির সঙ্গে এ বিষয়ে শনিবার এক জরুরি আলোচনায় বসে আয়ারল্যান্ড। ওই আলোচনা শেষেই অক্সফোর্ডের টিকা প্রয়োগ বন্ধের সিদ্ধান্ত নেয় দেশটির সরকার।

এ বিষয়ে আয়ারল্যান্ডের স্বাস্থ্য বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে, জাতীয় ইমিউনিশন উপদেষ্টা কমিটির সুপারিশক্রমে রোববার সকাল থেকে অক্সফোর্ডের তৈরি টিকা প্রয়োগ সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রক্ত জমাট বাঁধার ক্ষেত্রে নরওয়েজিয়ান মেডিসিন এজেন্সির প্রতিবেদন অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে গেল বৃহস্পতিবার ডেনমার্ক ও নরওয়ে অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রয়োগ বন্ধ করে। তাদের পর পরই এই টিকা প্রয়োগ বন্ধ করে ইতালি ও অস্ট্রিয়া।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া