যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যা

যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যা
দিনাজপুরের ঘোড়াঘাটে যৌতুকের জন্য আদুরী বেগম (২১) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

রোববার (১৪ মার্চ) মধ্যরাতে হত্যার ঘটনা ঘটে। সোমবার ভোরে অভিযুক্ত স্বামী আতিয়ার রহমানকে (২৪) আটক করেছে পুলিশ।

আটক আতিয়ার উপজেলার শীধল গ্রামের শাহাদুল ইসলামের ছেলে। নিহত আদুরী পার্শ্ববর্তী গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ এলাকার শহিদুল ইসলামের মেয়ে।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার মধ্যরাতে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী আদুরী বেগমকে মারপিট করে হত্যা করা হয়। পার্শ্ববর্তী এক ব্যক্তি মারপিটের ঘটনা দেখে ৯৯৯ এ কল করে সহায়তা চায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। রাত থেকে অভিযান চালিয়ে ভোরে ঘাতক স্বামীকে আটক করা হয়।

আদুরীর বাবা শহিদুল ইসলাম জানান, ৪ বছর আগে আতিয়ারের সঙ্গে তার মেয়ে আদুরী বেগমের বিয়ে হয়। যৌতুকসহ নানা কারণে শ্বশুর বাড়ির লোকজন প্রায় নির্যাতন করত তার মেয়েকে। সংসার টিকিয়ে রাখার জন্য তার মেয়ে কখনো মুখ খুলত না।

ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আমরা তদন্তের কাজ শুরু করেছি। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছি। তদন্তে অন্য কারো সংশ্লিষ্টতা খুঁজে পেলে তাকেও দ্রুত সময়ে আইনের আওতায় আনা হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেঁয়াজের দামে শঙ্কায় কৃষক, ক্ষুব্ধ ক্রেতা
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি বন্ধ
তিনদিন সেন্টমার্টিনের হোটেল-মোটেল বন্ধ
চিটাগাং সিনিয়রস ক্লাবের নতুন প্রেসিডেন্ট বাবলু
স্থলবন্দর এলাকায় মর্টারশেল, ধ্বংস করলো সেনাবাহিনী
রংপুরের তারাগঞ্জ সভাস্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু
ময়মনসিংহে মালবাহী ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত ৪
এক জালে ১৫৯ পোপা মাছ, দাম হাঁকছেন ২ কোটি
রেললাইনের ক্লিপ খুলে নিলো দুর্বৃত্তরা, অল্পের জন্য রক্ষা