ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ নিহত ৩

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ নিহত ৩
ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন।

বুধবার (১৭ মার্চ) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা ও দুপুরে তারাকান্দায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ত্রিশাল উপজেলার দরিরামপুর গ্রামের সাইদুল ইসলামের স্ত্রী খাদিজা আক্তার (৩৪) ও তার দেড় বছরের মেয়ে মরিয়ম আক্তার এবং তারাকান্দা উপজেলার সাধুপাড়া গ্রামের ফজলুল হকের ছেলে রফিকুল ইসলাম।

ভালুকা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান বলেন, সকালে উপজেলার কাঁঠালী এলাকায় রাস্তা পার হওয়ার সময় রাসেল স্পিনিং মিলের ট্রাকের চাপায় মা-মেয়ে গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে ১০টার দিকে প্রথমে মা ও পরে বেলা ১১টার দিকে মেয়ে মারা যায়। এ ঘটনার পর ট্রাকটি জব্দ করা সম্ভব হলেও ট্রাকচালক পালিয়েছে বলে জানিয়েছেন তিনি।

এদিকে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের বলেন, দুপুর পৌনে ১টার দিকে কাশিগঞ্জ বাজারে ময়মনসিংহগামী বালুবাহী ট্রাকের চাপায় রফিকুল ইসলাম নামে এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন। রফিকুল ইসলাম পাম্প থেকে মোটরসাইকেলে তেল নিয়েমহাসড়কে উঠলেই ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট