যশোরে ফুল চাষীদের ঋণ দিল রূপালী ব্যাংক

যশোরে ফুল চাষীদের ঋণ দিল রূপালী ব্যাংক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ফুলচাষীসহ করোনায় ক্ষতিগ্রস্ত অন্যান্য কৃষকদের মাঝে ৫০ লাখ টাকার ঋণ বিতরণ করেছে রূপালী ব্যাংক।

বৃহস্পতিবার (১৮ মার্চ) ফুল চাষের জন্য বিখ্যাত এলাকা যশোরের গদখালীর পানিসারায় রূপালী ব্যাংকের এস এম রোড শাখা, নাভারণ শাখা ও বাগআঁচড়া শাখা আয়োজিত এক অনুষ্ঠানে মোট ৮০জন কৃষককে প্রকাশ্য এই ঋণ প্রদান করা হয়। প্রত্যেক কৃষককে ৫০ হাজার টাকা থেকে শুরু করে ১ লাখ টাকার নগদ চেক দেয়া হয়।

রূপালী ব্যাংকের উপমহাব্যবস্থাপক মো. ইমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যাংকের প্রধান কার্যালয়ের কৃষি, পল্লী ঋণ ও মাইক্রোক্রেডিট বিভাগের মহাব্যবস্থাপক মো. মজিবর রহমান,উপমহাব্যবস্থাপক জেবু সুলতানা ও এস এম আর রোড শাখার ব্যবস্থাপক মো. শহীদুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।

মজিবর রহমান জানান, রূপালী ব্যাংক সারাদেশে করোনায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়িয়েছে। কোনভাবেই যেন কৃষি উৎপাদন ব্যহত না হয়, সরকারের এই প্রচেস্টাকে এগিয়ে নিতে আমরা সহজশর্তে ঋণ প্রদান থেকে শুরু করে কৃষকদের নানা পরামর্শ দিয়ে যাচ্ছি।

অনুষ্ঠানে এস এম রোড শাখার ব্যবস্থাপক শহীদুল ইসলাম বলেন, কৃষকদের ঋণ প্রদান প্রক্রিয়া যেন শর্তের বেড়াজালে আটকে না যায়, আমরা সেই চেস্টা করেছি। করোনায় ক্ষতিগ্রস্ত কৃষকরা এই ঋণ নিয়ে আবারও ঘুরে দাঁড়াতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি