সৌদি আরবের সরকারি প্রেস এজেন্সি এক বিবৃতিতে জানায়, রিয়াদের তেল শোধনাগারে ড্রোন হামলা করা হয়। হামলার ফলে সেখানে আগুন ধরে যায়। সৌদি আরব হামলার নিন্দা জানিয়ে বলেছে, বিশ্বের এনার্জি সাপ্লাইয়ের নিরাপত্তা এবং স্থিতিশীলতা নষ্ট করার জন্য এই হামলা করা হয়েছে।
এর আাগে শুক্রবার সকালে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা সৌদি আরবের আরামকোর তেল স্থাপনায় ছয়টি ড্রোন হামলার দাবি করে। তবে আরামকো হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে মন্তব্য করতে চায়নি।