অবশেষে স্ফুলিঙ্গ’র মুক্তির নতুন তারিখ ঘোষণা করল এটির পরিবেশনা সংস্থা টাইগার মিডিয়া। তারা জানিয়েছে, আগামী ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিনে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি।
এ প্রসঙ্গে তৌকীর আহমেদ বলেন, ‘এক সপ্তাহ দেরি হচ্ছে, তবে ২৬ মার্চ ভালো একটা দিন। আমার ছবিটি বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও ব্যান্ডসংগীত ও নতুন প্রজন্মের কথা বলবে। সেক্ষেত্রে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিন এটি মুক্তি পাবে বলে ভালো লাগছে।’
তিনি আরও বলেন, ‘একেকটা ছবি নির্মাণ তো আসলে একটা যুদ্ধের মতো। সেই যুদ্ধটা শেষ করে সিনেমা হলে আসছি। আশা করি আমাদের পরিশ্রম সার্থক হবে।’
‘স্ফূলিঙ্গ’ ছবিটি প্রযোজনা করেছে স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশন। এটি নির্মিত হয়েছে মুক্তিযুদ্ধের সময়কার একটি ব্যান্ড দলকে ঘিরে। এ ছবির জন্য গান তৈরি করেছেন পিন্টু ঘোষ।
এর প্রধান চারটি চরিত্রে অভিনয় করেছেন পরীমনি, জাকিয়া বারী মম, শ্যামল মাওলা ও রওনক হাসান। আরও আছেন আবুল হায়াত, মামুনুর রশীদ ও শহীদুল আলম সাচ্চুর মতো শিল্পীরা।