8194460 তানজানিয়ায় প্রথম নারী প্রেসিডেন্টের শপথগ্রহণ - OrthosSongbad Archive

তানজানিয়ায় প্রথম নারী প্রেসিডেন্টের শপথগ্রহণ

তানজানিয়ায় প্রথম নারী প্রেসিডেন্টের শপথগ্রহণ
তানজানিয়ার প্রেসিডেন্ট জন মাগুফুলির হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর পর ভাইস প্রেসিডেন্ট সামিয়া হাসান প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন। এর মধ্য দিয়ে সামিয়া সুলুহু হাসান হলেন তানজানিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট। গতকাল শুক্রবার (১৯ মার্চ) তিনি আনুষ্ঠানিকভাবে শপথগ্রহণ করেন।

জানা গেছে, ৬১ বছর বয়সী সামিয়া হাসান দারুসসালামে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। এসময় তিনি তানজানিয়ার সংবিধান সততার সঙ্গে সমুন্নত রাখবেন বলে প্রতিশ্রুতি দেন। উচ্চপদস্থ কর্মকর্তারা শপথ অনুষ্ঠানে উপস্থিত থেকে সামিয়াকে অভিনন্দন জানিয়েছেন।

২০০০ সালে তিনি প্রথম আইনপ্রণেতা নির্বাচিত হন। ২০১৪ সালে সাংবিধানিক পরিষদের ভাইস চেয়ারপারসন হিসেবে প্রথম আলোচনায় আসেন সামিয়া।

ইথিওপিয়ার প্রেসিডেন্ট সাহলি-ওয়ার্ক জাওডির পরে তিনি আফ্রিকার দ্বিতীয় নারী রাষ্ট্রপ্রধান। আধা স্বায়ত্তশাসিত দ্বীপ জানজাবির থেকে আসা সামিয়া তার ২০ বছরের রাজনৈতিক জীবনে স্থানীয় সরকার থেকে শুরু করে জাতীয় পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য, তানজানিয়ার প্রয়াত প্রেসিডেন্ট জন মাগুফুলির দ্বিতীয় দফায় ক্ষমতায় থাকার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৫ সালে। সামিয়া সুলুহু হাসান দায়িত্ব পালন করবেন সেই সময় পর্যন্ত। মাগুফুলি ও সামিয়া ২০২০ সালের অক্টোবর মাসে অনুষ্ঠিত নির্বাচনে পুনর্নির্বাচিত হন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না