হোটেল ফারস থেকে ৪ হাজার বোতল মদ জব্দ

হোটেল ফারস থেকে ৪ হাজার বোতল মদ জব্দ
রাজধানীর পল্টনের হোটেল ফারস থেকে প্রায় চার হাজার বোতল দেশি-বিদেশি মদ জব্দ করা হয়েছে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

রোববার (২২ মার্চ) রাতে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর ওই হোটেলে অভিযান চালিয়ে এসব মদ জব্দ করে। অভিযানের নেতৃত্ব দেন অধিদফতরেরসহকারী পরিচালক আবু হানিফ মোহাম্মদ আবদুল আহাদ।

সোমবার (২২ মার্চ) শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর এ তথ্য জানায়।

শুল্ক গোয়েন্দা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের টিম রোববার রাতে পুরানা পল্টনে হোটেল ফারসে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে হোটেলের দ্বিতীয় তলায় অবস্থিত বারের ডেস্ক ও স্টোর এবং লেভেল ১৩-এর জরুরি বহির্গমনের সিঁড়ির কাছের একটি কক্ষ থেকে লুকানো ৫৮৫ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ, ৩ হাজার ১২৮ ক্যান বিদেশি বিয়ার ও ১৯১ বোতল দেশি বিয়ার আটক করা হয়।

অভিযান পরিচালনাকালে হোটেল কর্তৃপক্ষ বারের লাইসেন্স, মদ আমদানি করার লাইসেন্স বা মদ ও বিয়ার ক্রয়ের সাপেক্ষে কোনো দলিল দেখাতে পারেনি। আটক মদের জন্য আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
আজ পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টানা তিন বছর মুনাফা না থাকলে ব্যাংকাস্যুরেন্স সেবা নয়