এর মাধ্যমে ইয়ামাহা প্রথম থাইল্যান্ডের তৈরি GKwU মডেল দেশের বাজারে আনলো। ১৫৫ সিসির ভিভিএ ইঞ্জিন সমৃদ্ধ এই বাইকটিতে রয়েছে ডুয়েল পারপাস টায়ার, ফুল এলসিডি মিটার, ১০ লিটার ফুয়েল ক্যাপাসিটিসহ আরও অনেক ফিচার।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন এসিআই মটরসের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস। এ সময় এসিআই মটরসের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, এসিআই মটরস্ বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের একমাত্র ডিস্ট্রিবিউটর ও টেকনিক্যাল কোলাবোরেটেড পার্টনার। এসিআই স্বনামধন্য কোম্পানির একটি সহায়ক প্রতিষ্ঠান হিসেবে ২০০৭ সালে এসিআই মটরস্ যাত্রা শুরু করে। বর্তমানে সারাদেশে ইয়ামাহার ৭২টির ও বেশি থ্রিএস (3S) ডিলার পয়েন্ট রয়েছে।