যমুনা’র পেট্রল পাম্পে বিক্রি হবে ডেল্টা এলপিজির অটো গ্যাস

যমুনা’র পেট্রল পাম্পে বিক্রি হবে ডেল্টা এলপিজির অটো গ্যাস
যানবাহনের জ্বালানি হিসেবে জনপ্রিয় তরল পেট্রলিয়াম গ্যাস- এলপিজির বাজার বাড়াতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) অঙ্গপ্রতিষ্ঠান ও পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের সাথে কাজ করবে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপের একটি টি. কে. গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অঙ্গপ্রতিষ্ঠান ডেল্টা এলিপজি লিমিটেড। এ লক্ষ্যে প্রতিষ্ঠান দুটি একটি চুক্তি করেছে।

রোববার (২১ মার্চ) বিকেল ৪টায় যমুনা অয়েল কোম্পানির প্রধান কার্যালয়ে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।

যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. গিয়াস উদ্দিন আনচারী ও ডেল্টা এলপিজি লিমিটেডের পক্ষে পরিচালক মুস্তাফিজুর রহমান চুক্তিতে সই করেন।

চুক্তির আওতায়, যমুনা অয়েল লিমিটেডের নিবন্ধিত ফিলিং স্টেশনে (পেট্রল পাম্প) এলপিজি পাম্প স্থাপন ও অটোগ্যাস সরবরাহ করতে পারবে ডেল্টা এলপিজি লিমিটেড। প্রতি লিটার এলপিজি বিক্রিতে ৫০ পয়সা করে রয়্যালিটি পাবে যমুনা অয়েল কোম্পানি লিমিটেড।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যমুনা অয়েল কোম্পানির মহাব্যবস্থাপক (মার্কেটিং) মো. আইয়ুব হোসেন, মহাব্যবস্থাপক (এইচআর) মো. মাসুদ করিম, উপ-মহাব্যবস্থাপক (পরিচালন) গোলাম আহমদ আব্দুল মুঈদ, উপ-মহাব্যবস্থাপক (বিক্রয়) মো. আবদুস সবুর খান এবং ডেল্টা এলপিজি লিমিটেডের নির্বাহী পরিচালক সাব্বির আহমেদ ও মহাব্যবস্থাপক এসএম নাসির উদ্দীন আল মামুন।

ডেল্টা এলপিজি লিমিটেডের পরিচালক মুস্তাফিজুর রহমান জানান, উন্নত বিশ্বে নিরাপদ, সাশ্রয়ী ও সহজলভ্য জ্বালানি হিসেবে গাড়িতে এলপিজির ব্যবহার বাড়ছে। বাংলাদেশে কমপ্রেসড ন্যাচারাল গ্যাস বা সিএনজির তুলনায় এলপিজির সহজলভ্যতা বাড়ছে। নদীপথ, সড়কপথে সহজে বহনযোগ্য হওয়ায় এলপিজি অটো গ্যাস স্টেশনে ক্রমে বিনিয়োগ বাড়ছে। যমুনা অয়েল কোম্পানির অধীন পেট্রল পাম্পগুলোতে এলপিজি অটো গ্যাস স্টেশন স্থাপনে চুক্তিবদ্ধ হয়েছি আমরা।

তিনি বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে যমুনা অয়েল কোম্পানি লিমিটেড ও ডেল্টা এলপিজি লিমিটেডের এ উদ্যোগ দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে বেগবান করবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি