অ্যাস্ট্রাজেনেকার টিকা নিলেন দ. কোরিয়ার প্রেসিডেন্ট

অ্যাস্ট্রাজেনেকার টিকা নিলেন দ. কোরিয়ার প্রেসিডেন্ট
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনাভাইরাসের টিকা নিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে জানা গেছে, বিদেশ ভ্রমণের আগে মঙ্গলবার (২৩ মার্চ) তিনি টিকা নিয়েছেন।

আগামী জুনে অনুষ্ঠিতব্য জি-সেভেন সম্মেলনে যোগ দিতে দক্ষিণ কোরিয়া, ভারত ও অস্ট্রেলিয়াকে আমন্ত্রণ জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী জুনে জি-সেভেন সম্মেলনের জন্য যুক্তরাজ্য সফরকে সামনে রেখে সিউলে নিজের অফিসের পাশের একটি কমিউনিটি ক্লিনিকে করোনাভাইরাসের টিকা নেন ৬৮ বছর বয়সী এই রাষ্ট্রনেতা।

এক বিবৃতিতে মুনের অফিস জানিয়েছে, জুনে মুনের যুক্তরাজ্য সফরে তার স্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সু হুনসহ নয়জন সহযোগী সঙ্গে যাবেন। তারাও করোনাভাইরাসের টিকা নিয়েছেন।

মঙ্গলবার বিভিন্ন কেয়ার হসপিটাল ও নার্সিং হোমে প্রায় ৩ লাখ মানুষকে করোনাভাইরাসের টিকা দিয়েছে দক্ষিণ কোরিয়া সরকার। তাদের মধ্যে ৬৫ বছর বয়সী কিংবা তার চেয়ে বেশি বৃদ্ধ এবং স্বাস্থ্যকর্মীরা রয়েছেন।

কোরিয়া ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এজেন্সির (কেডিসিএ) তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারি পর্যন্ত উচ্চ ঝুঁকিপূর্ণ স্বাস্থ্য সেবাকর্মী ও গুরুতর অসুস্থ ব্যক্তিসহ প্রায় ৬ লাখ ৮০ হাজার ব্যক্তিকে করোনাভাইরাসের টিকা দেয়া হয়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না