সোমবার (২২ মার্চ) দেশটির দক্ষিণাঞ্চলের গুয়ানঝৌয়ের মিংজিংয়ে এ ঘটনা ঘটে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, হামলায় জড়িত ব্যক্তিও নিহত হয়েছে বলে ধারণা করছেন দেশটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
চীনা পুলিশ জানায়, সোমবার মিংজিংয়ে একটি সরকারি ভবনে বোমা বিস্ফোরণ ঘটে। বোমাটি বাড়িতে তৈরি। বিস্ফোরণ এলাকায় ঘটেছে, সেখানে তিন হাজার মানুষ বসবাস করে।
হামলায় সরকারি স্থাপনাটি ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারি কর্মকর্তাদের ধারণা, জমিজমা-সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে ভবনে হাতবোমা মারা হয়।