দুবাইয়ের উপশাসক শেখ হামদান মারা গেছেন

দুবাইয়ের উপশাসক শেখ হামদান মারা গেছেন
সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরের উপশাসক শেখ হামদান বিন রশিদ আল মাকতুম মৃত্যুবরণ করেছেন।

বুধবার (২৪ মার্চ) ৭৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি।

আল জাজিরার খবরে বলা হয়েছে, শেখ হামদান আরব আমিরাতের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি দুবাইয়ের বর্তমান শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের ভাই।

শেখ হামদান বিগত কয়েক মাস ধরে অসুস্থ ছিলেন। বুধবার শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভাইয়ের একটি ছবি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, আমরা সবাই সৃষ্টিকর্তার এবং তার কাছেই ফিরে যাব। আমার ভাই, আমার অবলম্বন, আমার সাথী; আল্লাহ তোমাকে ক্ষমা করুক।

শেখ হামদান ১৯৪৯ সালের ২৫ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন দেশটির প্রয়াত শাসক শেখ রশিদ বিন সায়েদ আল মাকতুমের দ্বিতীয় ছেলে। ১৯৭১ সালে তাকে অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব দেয়া হয়। দুবাইকে ব্যবসা-বাণিজ্যে একটি সমৃদ্ধ শহরে পরিণত করায় তার অবদান অনেক।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া