গভর্নেন্স গ্লোবাল প্র্যাকটিস অপারেশেন্সের ক্ষেত্রে সবচেয়ে উদ্ভাবনীমূলক, সহযোগিতা ও প্রভাবপূর্ণ প্রকল্প হিসেবে ডাইম্যাপ এই অ্যাওয়ার্ড পেয়েছে।
গত সপ্তাহ বিশ্বব্যাংকের গভর্নেন্স গ্লোবাল প্র্যাকটিসের গ্লোবাল ফেরামে এই অ্যাওয়ার্ড ঘোষণা করা হয়। বিশ্বব্যাংকের পক্ষ থেকে প্রকল্পের টাস্ক টিম লিডার ইশতিয়াক সিদ্দিক ২৪ মার্চ ২০২১ তারিখে সিপিটিইউকে এই অ্যাওয়ার্ড প্রাপ্তি সম্পর্কে অবহিত করেন।
তিনি আশা প্রকাশ করেন, এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের সরকারি ক্রয় ব্যবস্থাপনার আরও উন্নতি ঘটবে এবং অন্যান্য দেশও একই ধরনের উদ্যোগ নিতে উৎসাহিত হবে।
পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সিপিটিইউ ২০১৭ সালের জুলাই থেকে পাঁচ বছর মেয়াদি ওই প্রকল্পটি বাস্তবায়ন করে আসছে।