মক্কা-মদিনা রুটে আবারও চালু হচ্ছে দ্রুতগতির ট্রেন

মক্কা-মদিনা রুটে আবারও চালু হচ্ছে দ্রুতগতির ট্রেন
মক্কা ও মদিনার যাতায়াতে উচ্চগতিসম্পন্ন হারামাইন ট্রেন আবার চলাচল করতে শুরু করছে।

মঙ্গলবার (৩১ মার্চ) ট্রেনটি আবার যাত্রা শুরু করবে। পাশাপাশি আসন্ন রমজান উপলক্ষে ট্রেন চলাচলের সংখ্যা বাড়ানো হবে। সৌদিভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজ এ খবর জানিয়েছে।

করোনা মহামারি চলাকালীন স্বাস্থ্য সুরক্ষায় বিধি-নিষেধ মেনে হারামাইন ট্রেনটি মক্কা, মদিনা, জেদ্দার কিং আবদুল আজিজ বিমানবন্দর ও সর্বশেষ কিং আবদুল্লাহ ইকোনমিক সিটিতে চলবে। প্রতিদিন ২৪ থেকে ৩০টি ট্রিপে যাতায়াতের ব্যবস্থা রয়েছে। রমজান উপলক্ষে সেটি ৪০ থেকে ৫৪ ট্রিপ পর্যন্ত বাড়ানো হবে।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে হারামাইন ট্রেন চলাচল শুরু হয়। কিন্তু জেদ্দার একটি স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে প্রায় আড়াই মাস অবধি তা বন্ধ থাকে। এরপর করোনা মহামারির সংক্রমণ রোধ করার জন্য গত বছরের ২০ মার্চ থেকে পুনরায় চলাচল স্থগিত করা হয়।

পবিত্র মক্কা ও মদিনা নগরীতে হারামাইন ট্রেনে যাতায়াতের চাহিদা বাড়তে থাকায় দীর্ঘ এক বছর পর পুনরায় ট্রেন চলাচল শুরু হবে। সপ্তাহের ৫ দিন ট্রেনটি চলবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

যানবাহনে চলাচলের তাসবিহ ও দোয়া পড়ার নিয়ম
জুমার জন্য যে ৪ কাজ জরুরি
সৌদির নতুন গ্র্যান্ড মুফতি ড. শায়খ সালেহ বিন হুমাইদ
চাঁদ দেখা গেছে, রবিউস সানি মাস শুরু বুধবার
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ
ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে বর্ণাঢ্য জাতীয় কর্মসূচি
মুখ ঢেকে নামাজ আদায় করা কি মাকরুহ?
জুমার দিনের ১০ আমল
হজ ও ওমরাহ নিয়ে বিশাল সুখবর
জোহর-আসর নামাজের কেরাত আস্তে পড়তে হয় কেন?