বন্ধের নির্দেশ অ্যাস্ট্রাজেনেকা টিকার উৎপাদন

বন্ধের নির্দেশ অ্যাস্ট্রাজেনেকা টিকার উৎপাদন
যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারী কোম্পানি ইমার্জেন্ট বায়োসলিউশনের যে কারখানায় জনসন অ্যান্ড জনসনের দেড় কোটি টিকার ডোজ নষ্ট হয়েছিল, সেই কারখানায় অ্যাস্ট্রাজেনেকার টিকার ডোজের উৎপাদন বন্ধের নির্দেশ দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমস।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অন্তর্ভূক্ত হেলথ অ্যান্ড হিউম্যান বিভাগের নির্দেশনা অনুযায়ী ইমার্জেন্ট বায়োসলিউশন জনসন অ্যান্ড জনসন ছাড়া আর কোনো কোম্পানির টিকার ডোজ উৎপাদন করতে পারবে না।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে ইমার্জেন্ট সলিউশনের একটি কারখানায় জনসন অ্যান্ড জনসনের প্রায় দেড় কোটি ডোজ করোনা টিকা নষ্ট হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, যথাযথ মান নিশ্চিত করে সংরক্ষণ না করায় নষ্ট হয়েছে টিকার ডোজগুলো।

প্রাথমিক তদন্তে আরো জানা গেছে, জনসন এন্ড জনসনের করোনা টিকা উৎপাদন ও সংরক্ষণের জন্য বাল্টিমোরের ইমার্জেন্ট বায়োসলিউশনের কারখানাটি এখনও যুক্তরাষ্ট্রের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি পায়নি। তবে অনুমোদন না থাকলেও কারখানাটিতে নিকট ভবিষ্যতে কোটি কোটি ডোজ করোনা টিকা উৎপাদনের কাজ শুরু হওয়ার কথা ছিল।

সেই অনুযায়ীই অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকার ডোজ প্রস্তুত হচ্ছিল বাল্টিমোরের ওই কারখানাটিতে, বাইডেন প্রশাসনের সাম্প্রতিক আদেশের পর যা সম্প্রতি বন্ধ হয়েছে।

সাম্প্রতিক আদেশকে ইমার্জেন্ট সলিউশনের বিরুদ্ধে ‘অভিনব পদক্ষেপ’ হিসেবে বর্ণনা করেছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলো। এ ব্যাপারে জনসন অ্যান্ড জনসনের সঙ্গে যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, কোম্পানি কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যালোচনা করছে।

সূত্র: রয়টার্স

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না