রোববার (৪ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক এই সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। আজই তা দেশের সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
গত বছরের ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত বিডি ফাইন্যান্সের পরিচালনা পর্ষদের বৈঠকে কোম্পানিটির নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। আর ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত কোম্পানির বিশেষ সাধারণ সভায় (ইজিএম) শেয়ারহোল্ডাররা ওই সিদ্ধান্ত অনুমোদন করেন। এর প্রেক্ষিতে কোম্পানিটি বাংলাদেশ ব্যাংকে নাম পরির্তনের আবেদন করলে বাংলাদেশ ব্যাংক তা অনুমোদনের পর আজ এ বিষয়ে একটি সার্কুলার জারি করে।