ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে প্রভাতী ইন্স্যুরেন্স

ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে প্রভাতী ইন্স্যুরেন্স
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) রবিবার ব্লক মার্কেটে ২৭টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির সাড়ে ৩১ কোটি টাকার লেনদেন হয়েছে।সবচেয়ে বেশি অর্থাৎ ৬ কোটি ৬৫ লাখ ৮৬ হাজার টাকার লেনদেন হয়েছে প্রভাতী ইন্স্যুরেন্সের।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিগুলোর ৭৪ লাখ ৬২ হাজার ২৯২টি শেয়ার ৪২ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৩১ কোটি ৬৪ লাখ ৬১ হাজার টাকার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ৫ কোটি ৯৭ লাখ ৪০ হাজার টাকার বেক্সিমকো ফার্মার এবং তৃতীয় সর্বোচ্চ ৫ কোটি ৩৪ লাখ ৬০ হাজার টাকার উত্তরা ব্যাংকের লেনদেন হয়েছে।

এছাড়া আমান কটনের ১৫ লাখ ৩৬ হাজার টাকার, বেক্সিমকোর ৭ লাখ ৫১ হাজার টাকার, বাংলাদেশ সাবমেরিন কেবলের ৭ লাখ ৭৫ হাজার টাকার, ডিবিএইচের ৫ লাখ টাকার, ঢাকা ব্যাংকের ৬০ লাখ টাকার, ইস্টার্ন ব্যাংকের ৫ কোটি ১৮ লাখ টাকার, জিবিবি পাওয়ারের ৩ কোটি ৬৩ লাখ ৫৮ হাজার টাকার, কোহিনুর কেমিক্যালের ৮ লাখ ৩১ হাজার টাকার, লংকাবাংলা ফাইন্যান্সের ১ কোটি ১৩ লাখ ২৯ হাজার টাকার, লাফার্জহোলসিমের ৭ লাখ ৩৫ হাজার টাকার, লুব-রেফের ৫ লাখ ৭৯ হাজার টাকার, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ৩০ লাখ ৯৪ হজার টাকার, ন্যাশনল টিউবসের ১৬ লাখ ৪৮ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ১৩ লাখ ৭ হাজার টাকার, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৫৭ লাখ ২৪ হাজার টাকার, রেনেটার ২৫ লাখ ৩১ হাজার টাকার, রিংশাইনের ৫ লাখ টাকার, সিঙ্গারের ৬ লাখ ৪২ হাজার টাকার, এসকে ট্রিমসের ১২ লাখ ৫ হাজার টাকার, সোনারবাংলা ইন্স্যুরেন্সের ৯ লাখ ১০ হাজার টাকার, সোনারগাঁও টেক্সটাইলের ৩৭ লাখ ৬১ হাজার টাকার, স্কয়ার ফার্মার ২০ লাখ ১০ হাজার টাকার, ট্রাস্ট ব্যাংকের ১৬ লাখ ৫০ হাজার টাকার এবং ওয়াটা কেমিক্যালের ৫ লাখ টাকার লেনদেন হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন