গ্রুপ বীমা চুক্তি করলো শেকৃবি-জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স

গ্রুপ বীমা চুক্তি করলো শেকৃবি-জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) ও জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড মধ্যে বীমা চুক্তি স্বাক্ষর করেছে।

রোববার (১১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়। জেনিথ ইসলামী লাইফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এই চুক্তির ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীগণ অসুস্থতা অথবা দুর্ঘটনার কারণে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা করলে চুক্তির শর্ত মোতাবেক নির্দিষ্ট পরিমাণ বীমা সুবিধা প্রাপ্য হবেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শহিদুর রশিদ ভূইয়ার উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে ট্রেজারার প্রফেসর ড. মো. নজরুল ইসলাম এবং জেনিথ লাইফের পক্ষে মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান চুক্তি পত্রে স্বাক্ষর করেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিম, জেনিথ লাইফের ডিজিএম মো. আনোয়ার হোসেন সরকার এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

বীমা দাবি পরিশোধ নিয়ে একতরফা সিদ্ধান্ত, বাতিলের দাবিতে আইডিআরএ’কে বিটিএমএ’র চিঠি
চার কোটি ৩৫ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে গার্ডিয়ান লাইফকে লিগ্যাল নোটিশ
বিমায় আস্থা ফেরাতে দরকার প্রযুক্তির আধুনিকায়ন
ফারইস্টের সাবেক সিইওসহ তিনজনের বিরুদ্ধে তথ্যপাচার মামলা
বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সঙ্গে আইডিআরএ’র সভা
বিমা কোম্পানির নিয়ন্ত্রক সংস্থা ও সিইওদের বিরুদ্ধে ভয়াবহ তথ্য গোয়েন্দা প্রতিবেদনে
উচ্চ ঝুঁকিতে দেশের ৩২ বিমা কোম্পানি: আইডিআরএ চেয়ারম্যান
১৫ বীমা কোম্পানির তথ্য চেয়ে আইডিআরএ’র চিঠি
বাজেটে বিমা খাতে কর কমানোসহ ১৫ প্রস্তাব ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের
নিবন্ধন সনদ নবায়ন আবেদন না করায় বায়রা ও গোল্ডেন লাইফকে নোটিশ